গণমঞ্চ নিউজ ডেস্ক –
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ঋণখেলাপিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকবে না।
বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় পেনশন কর্তৃপক্ষ আয়োজিত ইপি পেনশন উদ্বোধন অনুষ্ঠানে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, “নির্বাচন কমিশনের উচিত ঋণখেলাপিদের শনাক্ত করা। তবে কোর্টের স্টে অর্ডার বড় একটি সমস্যা। উদাহরণস্বরূপ, মহীউদ্দীন খান আলমগীর ঋণখেলাপি বিষয়টি নিয়ে পাঁচ বছর পার করেছিলেন।”
আগামী নির্বাচনে কালো টাকা রোধে সরকারের পদক্ষেপ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কালো টাকার ক্ষেত্রে দুটি দিক রয়েছে—উৎস ও প্রক্রিয়া। উৎস এখন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। আগে ব্যাংক, শিল্পপ্রতিষ্ঠান, সংবাদপত্র, এমনকি ফ্ল্যাটের মালিকও অনেক সময় একই ব্যক্তি হতেন, কিন্তু এখন এ পরিস্থিতি বদলেছে। এখন কিছুটা চেক অ্যান্ড ব্যালান্স কার্যকর রয়েছে।”
তিনি আরও বলেন, “অর্থনৈতিক উন্নয়ন রাজনৈতিক সংস্কৃতির ওপর নির্ভরশীল। যদি রাজনীতিকরা টাকা-পয়সা দিয়ে মনোনয়ন ও ভোট দেওয়ার প্রবণতা উৎসাহিত করেন, তাহলে অর্থ মন্ত্রণালয়ে থেকে আমি কিছুই করতে পারব না।”