অপারেশনের ভয়ে ৯ তলা থেকে লাফ দিয়ে রোগীর মৃত্যু

গণমঞ্চ ডেস্ক নিউজ

সিলেট নগরীর মিরবক্সটুলায় সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে অপারেশনের জন্য ভর্তি হওয়া রোগী ৯ম তলা থেকে লাফ দিয়ে মারা গেছেন।

সোমবার (২৫ আগস্ট) তার মূত্রথলির অপারেশন হওয়ার কথা ছিল। তার নাম ফয়েজ আহমদ (৩০)।

সিলেটের কানাইঘাট উপজেলা থেকে অপারেশন করাতে এই হাসপাতালে এসে ভর্তি হয়। আগের দিন (রোববার দিবাগত) রাত দেড়টার দিকে হঠাৎ কেবিন থেকে ভয় পেয়ে ফয়েজ বেরিয়ে গিয়ে হাসপাতালের পেছনের সিঁড়ি দিয়ে লাফিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।

তাৎক্ষণিক তাকে আইসিউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম মনিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ফয়েজ আহমদ মানসিক রোগী ছিল।

তিনি যখন লাফ দেয় তখন তার স্ত্রীও দৌড়ে গিয়ে ঠেকাতে পারেননি। লাফ দিয়ে গুরুতর আহত হলে আমরা তাকে আইসিউতে এনে চিকিৎসা দিয়েছি। কিন্তু রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে পরিবারের লোকজন তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন।

এদিকে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অপারেশনের ভয়ে রোববার রাতে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের ৯ম তলা থেকে লাফ দিয়ে ফয়েজ আহমেদ নামের একজন রোগী আহত হন। পরে হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *