অতিরিক্ত বায়ুদূষণের কারণে সাভারকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে

গণমঞ্চ নিউজ ডেস্ক –

গুরুতর বায়ুদূষণের কারণে ঢাকা জেলার সাভার উপজেলাকে “ডিগ্রেডেড এয়ারশেড (Degraded Air Shed)” ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর। রবিবার (১৭ আগস্ট) জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

পরিপত্রে বলা হয়েছে, পরিবেশ অধিদপ্তরের সার্বক্ষণিক বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সাভারের বার্ষিক বায়ুমানের মানদণ্ড জাতীয় মানের প্রায় তিন গুণ অতিক্রম করেছে। জনগণের স্বাস্থ্যের ওপর এর মারাত্মক প্রভাব বিবেচনায় উপজেলাটিকে গুরুতর দূষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।

পরিপত্রে আরও জানানো হয়, শুষ্ক মৌসুমে পাঁচ মাস ধরে উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব দিক থেকে আসা বায়ু দক্ষিণাঞ্চলের দিকে প্রবাহিত হয়। এ সময়ে সাভারের দূষিত বায়ু ঢাকায় প্রবেশ করে, যা রাজধানীর বায়ুদূষণের মাত্রা আরও বাড়িয়ে দেয় এবং ঘনবসতিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে।

নিষিদ্ধ কার্যক্রম
ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণার ফলে সাভারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কয়েকটি কার্যক্রম বন্ধ থাকবে। এগুলো হলো—

  • আগামী সেপ্টেম্বর থেকে উপজেলাধীন সব ইটভাটায় (টানেল ও হাইব্রিড হফম্যান কিলন ছাড়া) ইট প্রস্তুত ও পোড়ানো নিষিদ্ধ।
  • উন্মুক্তভাবে কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ থাকবে।
  • নতুন কোনো দূষণকারী শিল্পকারখানার জন্য পরিবেশগত ছাড়পত্র দেওয়া হবে না।
  • ঘোষিত কর্মপরিকল্পনায় উল্লেখিত অন্যান্য কার্যক্রমও স্থগিত থাকবে।

সরকার আশা করছে, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সাভার ও ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসবে এবং জনস্বাস্থ্য সুরক্ষিত হবে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *